ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ভেন্যু বদল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৫২ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। আগামী ১ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার টেস্টটি হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না হওয়ায় এই ভেন্যুতে খেলা হচ্ছে না।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে বিসিসিআই তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের ব্যাপারটি নিশ্চিত করে। হিমাচলে তীব্র শীতের কারণে আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস হয়নি। পুরোপুরি ঠিক হতে আরেও সময় লাগবে।
পরিদর্শন প্যানেলের রিপোর্টের ভিত্তিতে ভেন্যু হিসেবে ধর্মশালা বাতিলের পর নতুন করে ইন্দোরকে ম্যাচটি আয়োজকের মর্যাদা দিয়েছে বিসিসিআই।
ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দুটি টেস্ট হয়েছিল। ২০১৬ সালে নিউজিল্যান্ড ও ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল ভারত।
জেবি/এসবি