পেনাল্টি ঠেকিয়ে মাঠেই প্রাণ হারালেন গোলরক্ষক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩

পেনাল্টি ঠেকিয়ে খেলার মাঠেই মারা গেলেন বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বিয়ের গোলরক্ষক আরনে এসপিল।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি নিউজের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানায়, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই জ্ঞান হারান এসপিল। মেডিকেল টিম আধাঘণ্টার মতো চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী এসপিল শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন । ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় ওয়েস্ট্রোজেবেকার। পেনাল্টি ঠেকিয়ে অচেতন এসপিল আর ফিরে আসেননি।
উইনকেল স্পোর্টের সহকারী কোচ জানান, 'তখন খেলা চলছিল। এসপিল ক্ষিপ্রগতিতে বল ধরার পরই অচেতন হয়ে যায়। এটি খুবই মর্মান্তিক। তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।'
এসপিলের মৃত্যুর বিষয়ে উইনকেল স্পোর্টের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, 'হুট করেই গোলরক্ষক আরনে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।'
জেবি/এসবি