খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসের উৎপত্তি: ডাঃ বিধান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০২ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসের উৎপত্তি: ডাঃ বিধান
ডাঃ বিধান

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিপা ভাইরাস বিষয়ে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহিঃবিভাগে রোগী ও স্বজনদের নিয়ে আলোচনা সভা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ।

 

এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা, ডাঃ ইশতিয়াক আহমেদ ইমন,ডাঃ আনিয়া সুলআনা বিথী, মোঃ মিরাজ উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রুহুল আমীন, লিয়ামুজ্জামান লেলিন, ইপিআই জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 


ডাক্তার বিধান চন্দ্র দেবনাথ বলেন, খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসের উৎপত্তি। খেজুরের কাঁচা রস পরিহার করবো। নিজে নিরাপদ থাকবো। নিরাপদ খাদ্য, স্বাস্থ্য শিক্ষা নিয়ে বহিঃ বিভাগে রোগী ও স্বজনদের উদ্দেশ্যে এসব কথা বলেন।


আরএক্স/