স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর আত্মহত্যা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রী তালাক দেওয়ায় আলমগীর নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলতৈল ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার বৈলতৈল ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আয়াজের মেয়ে তাজলিমার (২৫) বিয়ে হয়। বিয়ের ১০ বছর পার হলেও তাদের কোনো সন্তান না হওয়ায় কয়েকদিন আগে স্ত্রী তাকে ডিভোর্স দেন। এ ঘটনায় স্বামী রাতে মনের দুঃখে তার শয়ন কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, স্ত্রী তালাক দেওয়ায় স্বামী আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ জিয়া সাংস্কৃতিক পরিষদ আঁকড়ে বেপরোয়া হয়ে উঠেছে যুবলীগের ৩ কর্মী

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনায় সড়কের পাশে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
