সবাই ভালোভাবে ঘুমাতে বললেন এমবাপ্পে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


সবাই ভালোভাবে ঘুমাতে বললেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।  মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে প্রথম লেগ হেরে গেল তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। ২০২০ সালে লিসবন ফাইনালে কিংসলে কোম্যানের একমাত্র গোলে হেরেছিল ফরাসি জায়ান্টরা, সেই স্বদেশী উইঙ্গারের গোলেই আবার পরাজিত প্যারিসের ক্লাব।


দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে জানান, এখনই তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায়নি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।


ক্যানাল প্লাসকে এমবাপ্পে বলেন, 'সবাইকে সুস্থ থাকা প্রয়োজন। ভালোভাবে ঘুমান, ভালো খান। আমরা ওখানে কিছু একটা করে দেখাবো। যদি আমরা আরও আগ্রাসী হই, তারা অস্বস্তিতে পড়বে। দ্রুত আমরা সামনে তাকাই এবং আবারও গর্জে উঠি।'


আগামী মার্চ মাসের ৮ তারিখে অ্যালিয়েঞ্জ এরেনায় দ্বিতীয় লেগ খেলবে পিএসজি। এই ম্যাচে নিশ্চিতভাবে ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে থাকবেন মেসি-এমবাপ্পেরা।