ফ্লাইটেই নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুক্তরাজ্যগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হলেও তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত চলছে। সংবাদমাধ্যম সিএনএন ও এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ বুধবার এক বিবৃতিতে বলেছে, গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়। এরপর কর্তব্যরত পুলিশ সদস্যেরা ফ্লাইটটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করে। পরে তাঁকে নজরদারি ও তদন্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া লন্ডন পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারীকে (৪০) বিশেষজ্ঞ কর্মকর্তারা সহযোগিতা করছেন এবং এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটের ক্রুরা ওই নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। এবং দ্রুত বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়।’
‘ঘটনার যেকোনো তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা সহযোগিতা করব’, যোগ করেন ওই মুখপাত্র।
এসএ/