ফুলবাড়িয়ায় বীর নিবাস প্রকল্পের নির্মিত ঘর চাবি হস্তান্তর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২২ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


ফুলবাড়িয়ায় বীর নিবাস প্রকল্পের নির্মিত ঘর চাবি হস্তান্তর
চাবি হস্তান্তর

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প (বীর নিবাস প্রকল্প) হস্তান্তর করেন। দেশের বিভিন্ন জেলার ন্যায় একযুগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়।


বুধবার (১৫ফ্রেরুয়ারী)সকালে ০৫টি উপকারভাগী শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবার। উল্লেখ্য ফুলবাড়িয়া উপজেলায় এ পর্যন্ত ৩১টি বীর নিবাস তৈরীর কাজ চলমান রয়েছে। ৩ টি ঘর হস্তান্তর, ২টি ঘরের কাজ শেষ এবং অবশিষ্ট ২৬টি ঘরের কাজ শীঘ্রই সম্পন্ন হবে।


অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মিত ঘর চাবি হস্তান্তর করেন এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. মোসলেম উদ্দিন এমপি।


এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও কমান্ডার মোহাম্মদ নাহিদুল করিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সেলিনা আক্তার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর,জেলা পরিষদ সদস্য ফারজানা শারমিন বিউটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোহাম্মদ সাখাওয়াত হোসেন,ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। 

 

এড: আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার বলছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনতে হবে।


একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করবে বা রিকশা চালাবে বা মানবেতর জীবনযাপন করবে, অন্তত আমি জাতির পিতার কন্যা ক্ষমতায় থাকতে এটা কখনো হতে পারে না।


আরএক্স/