নাটক হোক জীবনের সার্বজনীন চেতনার শুদ্ধস্বর: এমপি অসীম কুমার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


নাটক হোক জীবনের সার্বজনীন চেতনার শুদ্ধস্বর: এমপি অসীম কুমার
এমপি অসীম কুমার

"নাটক হোক সার্বজনীন চেতনার শুদ্ধস্রব, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য" কেন্দুয়ায় একটি পয়সা নাট্যানুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। 


নেত্রকোনার কেন্দুয়ায় সুবচন নাট্যগোষ্টী উদ্যোগে গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাত ১০টায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়রচিত, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস পরিচালিত, মাঈন উদ্দিন সরকার রয়েল প্রযোজনায় সম্পূর্ণ  সামাজিক নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। 


নাট্যানুষ্ঠানে নাট্যকার রাখাল বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া,  কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম প্রমূখ। 


নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক তালুকদার কনক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.দিদারুল ইসলাম, আটপাড়ার তেলিগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এম এ সালাম গজনবী, কেন্দুয়া উপজেলা যুবলীগ নেতা এডভোকেট আল মামুন কোকিল, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস, মাঈন উদ্দিন সরকার রয়েল, জহিরুল ইসলাম স্বপনসহ আশেপাশের উপজেলার নাট্যশিল্পীবৃন্দ।


আরএক্স/