সন্ধায় নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আজ তৃতীয় ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে গড়াবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।
ক্রিকেটের শক্তি ও সামর্থ্যে বাংলাদেশ নারী দল কতটা পিছিয়ে, সে সম্পর্কে ধারণাটা পাওয়া যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টাইগ্রেসরা। শ্রীলংকার বিপক্ষে ৮ উইকেটে ১২৬ করে ম্যাচে হেরেছে তারা ৭ উইকেটে।
তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শুরুটা ভালো ছিলো নিগার সুলতানা জ্যোতিদের। দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৭ উইকেটে ১০৭ রান তুলতে পারে বাংলাদেশ। এর মধ্যে জ্যোতি একাই করেন ৫৭ রান।