নতুন কোচের নাম ঘোষণা করল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩

কাতার বিশ্বকাপে ব্যর্থতার জেরে পদত্যাগ করেন ব্রাজিল কোচ তিতে। তারপর প্রধান কোচের পদ শূন্যই রয়ে গেছে। নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টাও করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ক্লাব ফুটবলের মাঝ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগ দিচ্ছে না সিবিএফ।
আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে সিবিএফ। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো র্যামন মেনেজেসকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ।
ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি জানান, র্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।
জেবি/এসবি