১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়
ইংল্যান্ডের টেস্ট জয়

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির প্রথম টেস্টের চতুর্থ দিনেই ২৬৭ রানে হেরেছে নিউজিল্যান্ড। এই জয় নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছর পর পেল ইংল্যান্ড।


মাউন্ট মঙ্গানুই টেস্টের  প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। এর জবাব দিতে ব্যাটিংয়ে নেমে টম ব্লানডেলের ১৩৮ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৬ রানে।


খেলায় ১৯ রানের লিড নিয়ে ইংল্যান্ড তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৭৩.৫ ওভারে ৩৭৪ রান তুলে অলআউট হয়। তাতে কিউইদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৪ রান।


ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে বাকি ৫ উইকেট হারিয়ে আর ৬৩ রান যোগ করে ১২৬ করতে পারে তারা।


জেবি/এসবি