আজ আসছেন হাথুরুসিংহে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩


আজ আসছেন হাথুরুসিংহে
হাথুরুসিংহে

দ্বিতীয় বার বাংলাদেশের কোচ হিসেবে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।


এর আগে গত ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছেন এই লঙ্কান।


হাথুরার অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ। তবে বাংলাদেশের কোচ হিসেবে বিদায়টা ভালো ছিলো না হাথুরুসিংহের। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন।


সেসব বিষয় মাথায় রেখেই টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের পারফরম্যান্সের উন্নতির প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। 


বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি। আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।


জেবি/এসবি