রোনালদোর হাতে তলোয়ার কেন?


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৪৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩


রোনালদোর হাতে তলোয়ার কেন?
ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপের পরপরই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েক মাসের মাথায় ক্লাবের পাশাপাশি দেশটিকেও যেন আপন করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।


২২ ফেব্রুয়ারি দেশটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে সৌদি আরব। এদিন ফুটবল নিয়ে নয়, আল নাসরের স্টেডিয়াম এমআরসুল পার্কে রোনালদোকে দেখা গেছে তলোয়ার হাতে।


প্রতিষ্ঠা দিবসে রোনালদোর হাজির হয়েছিলেন পুরোপুরি আরব্য সাজে।  তার পরনে ছিল সাদা রংয়ের জুব্বা। যা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত। জুব্বার উপর নেবি ব্লু ও সোনালী রংয়ে মোড়ানো ডাগলাহ পরেন এই পর্তুগিজ।


এরপর তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদা নাচে অংশ নেন তিনি। তখন তার কাঁধে ছিল সৌদি আরবের পতাকা। উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনালদো জানান, 'সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আল নাসরে এই উদযাপনে অংশ নেওয়া বিশেষ এক অভিজ্ঞতা ছিল।' 


জেবি/এসবি