ঢাকায় সৌরভ গাঙ্গুলি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৪৮ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩

ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুল ঢাকায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন করতে এসেছেন সৌরভ গাঙ্গুলী। আজ বিকাল পৌনে ৪টায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের।
জেবি/এসবি