আইপিএলে অধিনায়কত্ব পেলেন ওয়ার্নার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৪৬ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩

ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে সাড়ে চার বছর নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার, ২০১৬ সালে জেতান শিরোপা। অস্ট্রেলিয়ার ওপেনারের সেই অধ্যায় শেষ হয় তিক্ততার মধ্য দিয়ে। ২০২১ সালের আইপিএলের শেষ দিকে দলটি তার নেতৃত্ব কেড়ে নেয়।
গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন রিশাভ পান্ত। তাতে আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। তার কাঁধেই ছিল দিল্লি। এই উইকেটকিপার ব্যাটসম্যানের অনুপস্থিতিতে অক্ষর প্যাটেলকে তার উত্তরসূরি মনে করা হচ্ছিল।
কিন্তু ডেভিড ওয়ার্নারকে দেওয়া হলো নেতৃত্ব। দিল্লির মালিকানা গ্রুপের এক সদস্য ক্রিকবাজকে জানান, 'ডেভিড আমাদের অধিনায়ক হবে, অক্ষর প্যাটেল তার ডেপুটি।'
এদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের নতুন অধিনায়ক নির্বাচন করেছে। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে দেওয়া হয়েছে নেতৃত্ব। গত বছর হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হলে কেন উইলিয়ামসনকে অব্যাহতি দেয় দলটি। তারপর থেকে একজন নতুন অধিনায়ক আবশ্যিক হয়ে পড়েছিল। আগামী ৩১ মার্চ শুরু হবে পরের আইপিএল।
জেবি/এসবি