সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৌরভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৪ এএম, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩

সৌরভ সপরিবার দেখা করতে আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে । এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
দুই দিনের বাংলাদেশ সফরে সৌরভ, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ঢাকায় একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার যোগ দেন সৌরভ।
সৌরভ বলেন , ‘টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে শুরুটা ভাল করেছিল বাংলাদেশ। হেরে যাওয়ার আশঙ্কা ছিল আমাদের। সাজঘরে ফিরে ভাবছিলাম অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই না হেরে যেতে হয়। শেষ পর্যন্ত আমরা জিতেছিলাম ম্যাচটা।’
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি থাকার সময় প্রধানমন্ত্রী হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচেই হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ম্যাচ শুরুর আগে ইডেনের ঘণ্টা বাজিয়েছিলেন হাসিনা।
আরএক্স/