সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তামিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০২ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩

সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনেই ছিলেন খুবই ভালো বন্ধু। কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। মাঠের বাইরে দুজনকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না। দূরত্ব ঘোচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে উদ্যোগ নেয়া হলেও সমাধান আসেনি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে এক সাক্ষাৎকারে সাকিব-তামিমের বিরোধ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপর থেকে টক অব দ্য কান্ট্রি বিষয়টি।
এদিকে, রবিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে সংবাদমাধ্যমকর্মীরা ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তামিমের কাছে জানতে সব গুঞ্জন অস্বীকার করেন দেশসেরা এই ওপেনার।
তামিম ইকবাল জানান, 'সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।'
দলের গ্রুপিং নিয়ে জানতে চাইলে তামিম বলেন, '১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি। ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।'