ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন: জস বাটলার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:২৫ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন: জস  বাটলার
জস বাটলার

ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন বলে জানিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। রবিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদিকদের এ কথা বলেন তিনি।


বাটলার বলেন,'এটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো খুব কঠিন। আপনি যেমন বলেছেন, ভারতকে সম্প্রতিই তারা হারিয়েছে। বিশ্বকাপ খুব দূরে নেই, এমন চ্যালেঞ্জই আমাদের দরকার এখন। আমাদের জন্য কঠিন এমন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নেওয়া জরুরি।'


তিনি আরও বলেন, 'আমরা প্রত্যাশা করছি স্লো ও লো উইকেটের। আশা করছি আমাদের জন্য কঠিন কন্ডিশনই হবে। আর এটাই আমরা চাই দল হিসেবে। কঠিন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নেওয়া, যেটা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।'


২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ। এরপর থেকে আর কেউই হারাতে পারেনি তামিম ইকবালদের। ওই কথা মনে করিয়ে দিতেই বাটলার বললেন, ‘পুরোনো কথা’। এরপর তার কথায় ফুটে উঠলো বাংলাদেশের জন্য সমীহ।  


তিনি বলেন, 'ঘরের মাঠে বরাবরই বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। আমাদের দলে বেশ ভালোমানের খেলোয়াড় আছে। আমরা চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। উপমহাদেশে যারা শেষ কয়েক বছর খেলেছে তাদের নিয়ে আমরা এসেছি। বেশি কিছু খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খেলেছে। তাদের সবারই ধারণা আছে এখানে কেমন ক্রিকেট হতে পারে। সহজ হবে না নিশ্চিতভাবে তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'