ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
ময়মনসিংহে কর্তব্যরত অবস্থায় মিজানুর রহমান (৫৫) নামে এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য পুলিশ লাইন্সের ১ নম্বর এলপি গেইটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। হঠাৎ করে অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কিছুদিন যাবত তিনি উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। এজন্য নিয়মিত ওষুধও সেবন করতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
আরএক্স/