দেশে ফিরলেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩

আমেরিকা থেকে দেশে ফিরেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে করে ঢাকায় পা রাখেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক থেকে সরাসরি সোনারগাঁও টিম হোটেলে যোগ দিয়েছেন অলরাউন্ডার। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের হারের রাতেই দলটির অধিনায়ক সাকিব পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছেড়েছিলেন। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব।