মার্চ থেকে অনলাইনে টিকিট ছাড়বে বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩

আগামী মার্চ থেকে অনলাইন টিকিট বিক্রি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সময় অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে একটি নিদৃষ্ট সংখ্যক টিকি ছাড়বে বলে জানা গেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাস্তাবায়ন হবে বলে আমি কনফিডেন্ট।'
জানা গেছে, এমনিতে ম্যাচ শুরুর একদিন আগে টিকিট ছাড়ে বিসিবি। সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে লাইনে দাঁড়িয়ে কাটতে হয় সেই টিকিট। পোহাতে হয় নানা বিড়ম্বনা। অনলাইনেও কি ম্যাচের আগের দিন ছাড়া হবে টিকিট? এমন প্রশ্নে বিস্তারিত জানাতে পারেননি বিসিবির এই প্রধান নির্বাহী। কোন প্ল্যাটফর্মে বিক্রি হবে সেসব চূড়ান্ত করার চেষ্টা করছে বোর্ড।
ইংল্যান্ড সিরিজ সমাপ্ত হলেই মার্চে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এ সফরে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে দলটি।
সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ সিরিজ শুরু হবে ১৮ মার্চ থেকে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে দুই চলে যাবে চট্টগ্রামে।
এছাড়া ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ৪ এপ্রিল শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
জেবি/এসবি