ট্যুরিস্ট পুলিশপ্রধান

এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি হলেন হাবিবুর রহমান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি হলেন হাবিবুর রহমান
হাবিবুর রহমান

বাংলাদেশ পুলিশের  আইজিপি এবং ট্যুরিস্ট পুলিশ প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়ান কাবাডি ফেডারেশনের (একেএফ) সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইরানের উর্মিয়ার আনা হোটেলে। 


এই সাধারণ সভায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি হিসেবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।


এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় হাবিবুর রহমান প্রথমবারের মতো এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।