ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি
লিওনেল মেসি

কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পর এবার মেসির ঝুলিতে যোগ হলো ২০২২ সালের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার।  ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর মেসি এবার ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে হারিয়ে সেরা নির্বাচিত হন। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন মেসি।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। তার হাতে ফিফা দ্য বেস্ট পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।


জানা গেছে, ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালে ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করেই ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ এর বিজয়ী নির্বাচিত করে ফিফা। আর এই অ্যাওয়ার্ডের লড়াইয়ে বেনজেমা ও এমবাপ্পের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন আর্জেন্টাইন তারকা মেসি।


মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপ্পে পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেনজেমার পয়েন্ট ৩৪। এরপর রয়েছেন লুকা মডরিচ (২৮), আরলিং হালান্ড (২৪), সাদিয়ো মানে (১৯), জুলিয়ান আলভারেজ (১৭), আশরাফ হাকিমি (১৫), নেইমার (১৩)।


জেবি/এসবি