ফিফার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ, থমথমে এমবাপ্পে!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩

গেল বছরের ১৮ ডিসেম্বরের মতো ফিফার বর্ষসেরা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের রাতেও মন ভেঙেছে কিলিয়ান এমবাপ্পের! এর কাররণ এই রাতটাও ছিল আর্জেন্টিনার। মেসি জিতলেন বর্ষসেরার সম্মান। এমিলিয়ানো মার্টিনেজ জিতলেন সেরা গোলরক্ষকের পুরস্কার আর সেরা কোচের সম্মান জিতলেন লিওনেল স্কালোনি ।
এমিলিয়ানো মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের পুরস্কার দেওয়া হচ্ছে, সেসময় ক্যামেরা ধরে কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি তারকা নিজেও বুঝতে পারেননি, তার দিকে ধরা হয়েছে ক্যামেরা। তখন এমবাপ্পের মুখের অভিব্যক্তি ধরা পড়ে তখন। তার মুখ থমথমে। বজ্রাহতের মতো এমবাপ্পে তাকিয়ে মার্টিনেজের দিকে।
আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজের সঙ্গে এমবাপ্পের মাঠে ও মাঠের বাইরের লড়াই নিয়ে মহাকাব্য রচনা হয়ে যাবে। কাতার বিশ্বকাপ ফাইনালের আগে থাকতেই শুরু হয়েছিল কথার যুদ্ধ। ফাইনালের পরেও চলে তা।
আর্জেন্টাইন গোলকিপারের সঙ্গে বর্ষসেরা গোলকিপার হওয়ার দৌড়ে ছিলেন থিবাও কুর্তোয়া এবং ইয়াসিন বোনু। কিন্তু মার্টিনেজ যে বর্ষসেরা গোলকিপার হবেন, সেই দেওয়াললিখন অনেকেই বহু আগে পড়ে ফেলেছিলেন। মার্টিনেজের হাতে যখন বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ওঠে, তখন এমবাপ্পে চুপচাপ।
তবে অবশ্য এমবাপ্পেকে নতুন করে কটাক্ষ করেননি মার্টিনেজ।