নাজমুলের ক্যারিয়ারের প্রথম ফিফটি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩


নাজমুলের ক্যারিয়ারের প্রথম ফিফটি
নাজমুল হোসেন শান্ত

বিপিএলের সর্বোচ্চ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি হয়েছিলেন সিরিজসেরা। তার দুর্দান্ত ফর্মটাকে টেনে আনলেন আন্তর্জাতিক ক্রিকেটেও। 


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি করেছেন ফিফটি। ৫ চারে ৬৭ বলে ফিফটি করলেন শান্ত।


এখন পর্যন্ত টাইগারদের ব্যাটিংয়ের সবচেয়ে ইতিবাচক দিক এ বাঁহাতিই। প্রথম তিনটি স্কোরিং শটই তার ছিল চার, এরপর অবশ্য মেরেছেন আর দুটি। 


এর আগে ওয়ানডেতে ২০১৮ সালে অভিষেক হলেও দলে থিতু হতে পারেননি শান্ত। ফর্মহীনতায় আছেন আসা-যাওয়ার মাঝে।


অবশেষে ক্যারিয়ারের ১৬তম ম্যাচে এসে প্রথম পঞ্চাশের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই সংস্করণে তার আগে সেরা ছিল ৩৮।