জাপানে বিস্কুট কারখানায় আগুন, মৃত্য ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাপানে বিস্কুট কারখানায় আগুন, মৃত্য ৪

জাপানে একটি খাবারের কারখানায় অগ্নিকাণ্ডে চার কর্মী মারা গিয়েছেন।

উত্তরাঞ্চলীয় নিগাতা শহরে মধ্যরাতে ওই কারখানায় আগুন লাগে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশটির পুলিশ বলেন, আগুন লাগার সময় সেখানে ৩০ জনের মত শ্রমিক ছিলেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। দুজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজা হচ্ছে। হতাহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আট ঘণ্টা ধরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে।

কারখানাটি সানকো সেইকার মালিকানাধীন জাপানের সবচেয়ে বড় রাইস ক্র্যাকার প্রস্তুতকারক।

ওআ/