ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১২০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঝড়ের প্রভাবে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৩০ হাজার মানুষ।
চলতি মাসের ৫ ফেব্রুয়ারি রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে দ্বীপটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঝড়টি।
দ্বীপটিতে চলতি মাসে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় বাতসিরাই। এর আগে দ্বীপটির আরও উত্তর দিকে ঘূর্ণিঝড় আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছিল।
দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ সংস্থার বরাতে সংবাদমাধ্যমে আল-জাজিরা জানায়, শুধুমাত্র দক্ষিণ-পূর্ব মাদাগাস্কারের ইকংগো জেলাতেই ৮৭ জন মারা গেছেন। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
জার্মান বেসরকারি সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ জানিয়েছে, একাধিক এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে পৌঁছতে সময় লাগছে। এসব গ্রাম এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ।
ঘূর্ণিঝড়ের প্রভাব ও ভারি বৃষ্টিপাতে দক্ষিণপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ওই অঞ্চলের ১২টি সড়ক ও ১৪টি সেতু অচল অবস্থায় পড়ে আছে।
দীর্ঘদিন ধরে খরা চলছে মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে। ফলে আগে থেকেই খাদ্য সংকটে ছিলো দেশটি। বাতসিরাইয়ের তাণ্ডবে এই সংকট আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ঝড়ের কারণে ওই অঞ্চলের ধান, ফল ও অন্যান্য শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
এসএ/