সিরিজ হারের পর যা বললেন তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩

হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে শোচনীয়ভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ। হারের পর উপযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নি টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শেষ ওয়ানডে নিয়ে আশার বাণী শোনালেন এই ওপেনিং ব্যাটার।
অধিনায়ক তামিম ইকবার বলেন, ‘আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার শটটি আজ বের হয়নি কিন্তু আমি অনুভব করেছি যে আমরা যখন ৩০০-এর বেশি তাড়া করছিলাম তখন এভাবেই খেলতে হতো। সাকিব যে অভিপ্রায় দেখিয়েছিল তা ভাল ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটি স্থায়ী হয়নি।’
তিনি আরও বলেন, ‘তবে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে চেষ্টা করব।’
তামিম বলেন , ‘প্রথম ৪-৫ ওভারে কিছুটা সুইং ছিল এবং আমরা রানআউটের কয়েকটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। আপনি যখন এই ধরনের ম্যাচে হারেন, অনেকের দিকেই আঙুল তুলতে পারেন। কিন্তু আমি মনে করি আমরা একটি দল হিসেবে ভালো করতে পারিনি।’
এদিকে, সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াটওয়াশ এড়ানোর জন্য আগামী সোমবার (৬ মার্চ) চট্টগ্রামে জস বাটলারদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।