নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল নিউজিল্যান্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল নিউজিল্যান্ড

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়তে থাকার এবার নিজ দেশের নাগরিকদের তাৎক্ষিণভাবে ইউক্রেন ছাড়ার আহবান জানিয়েছে নিউজিল্যান্ড। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১২ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহবান জানায়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে নিউজিল্যান্ডের কোনো কূটনৈতিক প্রতিনিধি নেই। ফলে এমন পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত নিউজিল্যান্ডবাসীদের দূতাবাসের সহায়তা প্রদানে সরকারের ক্ষমতা খুবই সীমিত। তাই যতো দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে বলছে কর্তৃপক্ষ। 

নিউজিল্যান্ডের শঙ্কা, যেকোনো মুহুর্তে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে। কম সময়ের মধ্যে নিউজিল্যান্ডের নাগরিকদের সরিয়ে নেওয়া সম্ভব নয়। 

এদিকে এরইমধ্যে কানাডা, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে।

যতো দ্রুত সম্ভব ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটি ছাড়ার আহবান জানিয়ে জো বাইডেন বলেন, আমরা পৃথিবীর অন্যতম বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে যাচ্ছি। এটা খুবই আলাদা পরিস্থিতি, আর খুব দ্রুতই সবকিছু নাগালের বাইরে চলে যেতে পারে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হুমকির তোয়াক্কা না করে এবার ইউক্রেনের তিনদিকে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। ক্রিমিয়া, পশ্চিম রাশিয়া ও বেলারুশসহ ইউক্রেনের সীমান্তে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি।

এসএ/