২০০ টাকায় চট্টগ্রামে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৩


২০০ টাকায় চট্টগ্রামে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ
সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

এক ম্যাচ বাকি এর আগেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।


সোমবার (৬ মার্চ) তিন ম্যাচ সিরিজের শেষটি খেলবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হার্ড ও বাউন্সি উইকেটে। হোয়াইট ওয়াশ এড়াতেই মরণ কামড় দেবে তামিম বাহিনী। 


এদিকে, চট্টগ্রামেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে ম্যাচের দিন ও আগের দিন এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার এবং বিটাক চত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টারে ম্যাচের টিকিট পাওয়া যাবে।


চট্টগ্রামেও সর্বনিম্ন মাত্র ২০০ টাকার বিনিময়ে দেখা যাবে ম্যাচ। স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আর দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে ১৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।


৩০০ টাকায় নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাবেন দর্শকরা।   ৫০০ টাকায় ক্লাব হাউজ এবং ১০০০ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে।