নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের নতুন রেকর্ড

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। নিয়মিতই গোল পাচ্ছেন এই ফরাসি তারকা। এবার পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের নতুন এক রেকর্ড গড়লেন তিনি। 


শনিবার (৪ মার্চ) রাতে লিগ ওয়ানের ম্যাচে নঁতেকে ৪-২ গোলে হারায় পিএসজি। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতেই নিজের নতুন রেকর্ডটি গড়েন এমবাপ্পে। 


অতিরিক্ত সময়ে  ম্যাচে নিজের একমাত্র গোলটি করেন এমবাপ্পে। আর ওই গোলের মধ্য দিয়ে পিএসজির হয়ে ২০১টি গোলের রেকর্ড হয় তার।


এবার মার্শেইয়ের বিপক্ষে আগের ম্যাচেই ২০০তম গোলটি করে পিএসজির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এডিসন কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ফরোয়ার্ড। শনিবার রাতের গোলে তিনি টপকে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকারকে। 


চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এমবাপ্পের গোলসংখ্যা এখন পর্যন্ত ৩০টি, আর অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। ২০১৭ সালে পিএসজিতে নাম লেখানো এমবাপ্পে পর গোলের রেকর্ড গড়ার পাশাপাশি চারটি লিগ শিরোপা জিতেছেন।