সাকিব আল হাসানের বায়োপিক দেখা যাবে ওটিটিতে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩

এবার ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের একটি স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের বায়োপিক বানানোর চেষ্টা করছে। এজন্য বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নাকি প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি।
রবিবার (৫ মার্চ) টাইগার 'পোষ্টারবয়' সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সাকিবের সঙ্গে বায়োপিকের চুক্তি হতে পারে– এ ব্যাপারে কোনো কিছু জানাননি তিনি।
বর্তমান সময়ে চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন সাকিব। সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর সাকিবের নেতৃত্বেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
তাই এখন মাঠের খেলাতেই বেশি মনযোগী সাকিব। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজের পরেই হয়ত চুক্তি সারবেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই সুপারস্টার। সে পর্যন্ত তো ভক্ত-সমর্থকদের অপেক্ষা করতেই হবে।