সর্বোচ্চ গোলের জয়ে লিভারপুলের নতুন রেকর্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৩


সর্বোচ্চ গোলের জয়ে লিভারপুলের নতুন রেকর্ড
ম্যানইউর বিপক্ষে লিভারপুলের ৭-০ গোলের ঐতিহাসিক জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের বন্যা বইয়েছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে  ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে দলটি।


রবিবার (৫ মার্চ) রাতে নিজ ঘরের মাঠে এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে লিভারপুল।


এর আগে, ম্যানইউর বিরুদ্ধে তাদের সর্বোচ্চ গোলে জয় পাওয়ার রেকর্ড ছিল ৭-১ গোলের ব্যবধানে। ১৮৯৫ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচে ম্যানইউর বিরুদ্ধে এ জয় পেয়েছিল লিভারপুল। সে ছিল ১০০ বছরেরও বেশি সময় আগের কথা।


এ ছাড়া রবিবার রাতে জয়ের মাধ্যমে ২০১৬ সালের পর থেকে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে ইয়ুর্গেন ক্লপের শীর্ষরা।


১৯৭০ থেকে ১৯৭৯ সালের মধ্যে নিজ ঘরের মাঠে রেড ডেভিলদের বিরুদ্ধে টানা ৯টি ম্যাচে অপরাজিত ছিল দ্য রেডরা। ওই সময়ের পর এবারই টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা।


ম্যাচটিতে লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন ডারউইন নুনেজ, কডি গাপকো ও মোহাম্মাদ সালাহ। আর দলের হয়ে একটি গোল করেছেন রবার্তো ফিরমিনো। ম্যাচের ৪৩ মিনিটে গাপকোর গোলের মাধ্যমে শুরু হয় লিভারপুল ঝড়। যা ৮৮ মিনিটে ফিরমিনোর গোল দেওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।