পিএসজির হয়ে অনেক কিছু জিততে চান মেসি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৪৭ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩


পিএসজির হয়ে অনেক কিছু জিততে চান মেসি
লিওনেল মেসি

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে প্রায় সবকিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। এদিকে, বর্তমান ক্লাব পিএসজির হয়ে জিতেছেন কেবল লিগ ওয়ান। 


তবে সেই মৌসুমে মেসি নিজের ছায়া হয়েই ছিলেন। চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। তার হাত ধরে একের পর এক জয় পাচ্ছে পিএসজি। তাই ক্লাবটির হয়ে এবার অনেক কিছুই জিততে চান আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।


সম্প্রতি পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। তিন বলেন, ‘প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এ মৌসুম অন্যভাবে শুরু করেছি। অনেক কিছু জেতার ইচ্ছে আছে মনে। ’


তিনি আরও বলেন, ‘আমি এই ক্লাব, শহর ও শহরের মানুষদের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি সত্যিই মৌসুমটা উপভোগ করছি। আমার পুরো জীবনটাই এমন। প্রতিদিনই নিজেকে নিংড়ে দেওয়া, আরও বেশি সাফল্যের চাহিদা; আমি প্যারিসের হয়ে শিরোপা জিততে চাই। মৌসুমের শুরুতে যেসব বড় শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছি, সেগুলো জিততে চাই।’