দুই কোটি রুপিতে মুস্তাফিজ দিল্লিতে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের নিলামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই দিন
ব্যাপী নিলামের প্রথম দিনেই ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা মোস্তাফিজকে ২ কোটি রুপিতে
দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
এ
নিয়ে আইপিএল ক্যারিয়ারে পাঁচ আসরে চারটি দলে খেলবেন মোস্তাফিজ।
গত
মৌসুমে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে টেনে ছিল রাজস্থান রয়্যালস। বল হাতে দারুণ পারফরম্যান্স
দেখালেও ফ্র্যাঞ্চাইজিটি রাখেনি বাংলাদেশের এ তারকা পেসারকে। ১৪ ম্যাচে তার শিকার ১৪
উইকেট। রানের খরচটা অবশ্য একটু বেশিই ছিল তার।
এবারের
আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার
নিলামে রয়ে গেছেন অবিক্রিত। কোনো দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার
লিগের (আইপিএল) নিলামে সাকিব আল হাসান জায়গা করে নিয়েছিলেন ২ কোটি রুপির ভিত্তিমূল্যে।
গত
মৌসুমে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মৌসুমটা
তার মোটেই ভালো কাটেনি। সাকিব ৮ ম্যাচে পান মাত্র ৪ উইকেট। ব্যাট হাতে দলকে এনে দেন
কেবল ৪৭ রান। যে কারণে বলিউড বাদশাহ শাহরুখ খানের কেকেআর বাংলাদেশের তারকা এ অলরাউন্ডারকে
ছেড়ে দিয়েছে।
ওআ/