ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে টাংগাররা। এবার বাংলাদেশের সামনে ফের ইতিহাস গড়ার হাতছানি।
মঙ্গলবার (১৪ মার্চ) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে বিকাল ৩টায়। এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। তানভীরের জন্য জায়গা ছাড়তে হয়েছে নাসুমকে। আর আফিফ হোসেনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী।
জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিতে গেলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড।
বাংলাদেশ স্কোয়াড
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড স্কোয়াড
ফিল সল্ট, ডেভিড মালান, মঈন আলী, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।