র‍্যাংকিংয়ে সুখবর পেলেন শান্ত-লিটন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২৬ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


র‍্যাংকিংয়ে সুখবর পেলেন শান্ত-লিটন
নাজমুল হোসেন শান্ত - লিটন কুমার দাস

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) থেকে সুখবর পেলেন টাইগার তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও পেস বোলার মুস্তাফিজুর রহমান। 


আন্তর্জাতিক টি-২০তে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানরা।


ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে সিরিজসেরা হয়েছেন শান্ত। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-২০ ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত।


এদিকে সিরিজের শেষ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন লিটন দাস। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।


এছাড়া বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন কাটার মাস্টার মস্তাফিজুর রহমান। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।