আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৩

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। যা যেকোনো ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে প্রথম।
সেই সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
এরই মধ্যে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছে গেছে দু’দলই। ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছেন দুই দলের খেলোয়াড়রা।
শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলাটি শুরু হবে দুপুর দুইটায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।