সাকিব-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ টাইগারদের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ১৯শে মার্চ ২০২৩


সাকিব-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড সংগ্রহ টাইগারদের
ছবি: সংগৃহীত

আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৩৩৮ রান। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।


শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে এ রান সংগ্রহ করে তামিম-সাকিবরা।


এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৩ রান। ২০১৯ সালের জুন মাসে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করতে নেমে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩০ রান করেছিল টাইগাররা। এবার নিজেদের সেই অতীত রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন তামিম ইকবালের দল।