হাথুরুর সহকারী হতে দেশি-বিদেশি ১০ জনের আবেদন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৩


হাথুরুর সহকারী হতে দেশি-বিদেশি ১০ জনের আবেদন
চন্ডিকা হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে বাংলাদেশে আসার পরই সহকারী কোচ খুঁজতে বিসিবি বিজ্ঞাপন দিয়েছিল। এই পদের জন্য আবেদন করেছেন দশ জন। যেখানে দেশিদের মধ্যে আছেন কেবল একজন। 


বাংলাদেশিদের মধ্যে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল আবেদন করেছিলেন। এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। সাক্ষাৎকারের সময় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস উপস্থিত ছিলেন।


এদিকে, দশ আবেদনের থেকে ছয়টি শর্ট লিস্ট করেছেন বিবিসি। সেখান থেকে চারজনের সাক্ষাৎকার এরই মধ্যে নেওয়া হয়েছে। আগামী ২৩ তারিখের পর বাকি দু'জনের সাক্ষাৎকার হবে। এরপরই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


শনিবার (১৮ মার্চ) এ বিষয়ে জালাল ইউনুস বলেছেন, ‘প্রায় ১০টা আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ছয়টি শর্ট লিস্ট করা হয়েছে। চারজনের অলরেডি ইন্টারভিউ নিয়ে ফেলেছি। ভার্চুয়ালি ইন্টারভিউ নিয়েছি তাদের। আরও দু'জন বাকি আছে। ২৩ তারিখ সেই দু'টি হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কাকে নেওয়া হবে।’


যোগ্য প্রার্থীকেই বাছাই শেষে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করে জালাল ইউনুস বলেন, ‘যারা আছে, তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেবো। খুব দ্রুতই নেয়া হবে।’