ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিল অস্ট্রেলিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিল অস্ট্রেলিয়া

ক্রমবর্ধমান উত্তেজনায় ইউক্রেনে অস্ট্রেলিয়ার কিয়েভ দূতাবাস সরিয়ে নিলো অস্ট্রেলিয়া।

রবিবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতেতে বলা হয়েছে, কিয়েভের দূতাবাস পশ্চিম ইউক্রেনের লভভ-এ স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আচরণ স্বৈরাচারী, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, সরকার রাজধানী কিয়েভের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সেখানকার কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসন ইন্দো-প্যাসিফিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে এবং বেলারুশে প্রশিক্ষণের জন্য সেনা পাঠিয়েছে। ওয়াশিংটন এবং তার মিত্ররা দাবি করছে, যেকোনো মুহূর্তে সেখানে আক্রমণ শুরু হতে পারে। তবে মস্কো এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে।

ওআ/