জিজ্ঞাসাবাদের জন্য সিলেট স্টেডিয়াম থেকে সাকিব আটক


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


জিজ্ঞাসাবাদের জন্য সিলেট স্টেডিয়াম থেকে সাকিব আটক
সিলেট স্টেডিয়াম থেকে সাকিব নামের এক যুবক আটক। ছবি: সংগৃহীত

এক দর্শকের প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাকিব নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। 


সোমবার (২০মার্চ) বিকাল ৫ টার দিকে স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 


বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ কর্মকর্তা দেবাংশু জানান, ‘আমি এখনও ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’