ফ্রান্সের নতুন অধিনায়ক হলেন এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৩

ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন তারকার ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
হুগো লরিস অবসর নেওয়ার পর কে হবেন অধিনায়ক তা নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলোচনা-সমালোচনা। অবশেষে অতুন অধিনায়ক পেয়েছে ফান্স।
সম্ভাব্য অধিনায়কদের তালিকায় এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান থাকলেও লরিসের শূন্যস্থান এবার পূর্ণ করলেন এমবাপ্পে।
ফরাসি এক ক্রীড়া সংবাদমাধ্যম জানায়, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম। এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম।
কাতার বিশ্বকাপের ৩মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স।
মাধ্যমেউ অধিনায়ক এমবাপ্পের যাত্রা শুরু হবে বলে জানা গেছে। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৩৬ গোল করেছেন এবং ২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
জেবি/এসবি