বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৩৭ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ মার্চ) বিমানের বলাকা কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় বিমানের প্রচারণায় অংশ নিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাকিব আল হাসান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং বিমানের পরিচালকরা।
বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-এর সঙ্গে ব্রান্ডিং ইস্যুতে চুক্তিবদ্ধ হয়েছে বিমান। এ উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকায় দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।