কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:১৮ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩


কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ
চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ কাবাডি দল

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিকই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুধু হ্যাটট্রিকই নয়, তিনবারই অপরাজিত থেকে শিরোপা জিতলো লাল-সবুজের প্রতিনিধিরা। 


সোমবার (২০ মার্চ) ফাইনালে উঠেই কাবাডি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ এ নিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।


মঙ্গলবার (২১ মার্চ) শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।


ফাইনাল ম্যাচে বাংলাদেশের শুরুটা কঠিন ছিল। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল চাইনিজ তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে। 


দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ৩৭-২১। ম্যাচের সময় যত যেতে থাকে চাইনিজ তাইপে পয়েন্টে আরো পেছনে পড়তে থাকে। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া তখন শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।