আইপিএলে সিঙ্গাপুরের ক্রিকেটার বিক্রি হল ৮.২৫ কোটি রুপিতে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় দিনের নিলামে সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকে ৮.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে আম্বানি পরিবারের মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স।
অলরাউন্ডার ডেভিডের ভিত্তিমূল্য ছিল ৭৫ লক্ষ রুপি। তাকে দলে নিতে মুম্বাইয়ের সাথে লড়াই হয় কলকাতা নাইট রাইডার্সের। তবে পর্যন্ত শেষ হাসি হাসে মুম্বাই।
জাতীয় দলের হয়ে মোট ১১টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী ডেভিড। যেখানে ৪৭.৬৭ অ্যাভারেজে রান করেছেন ৪২৯। ১৫৭.৭২ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। কোনো সেঞ্চুরি না থাকলেও আছে তিনটি হাফ সেঞ্চুরি।
তবে বিভিন্ন দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেই ক্রিকেট বিশ্বের পরিচিত মুখ হয়ে উঠেছেন ডেভিড। এর আগেও খেলেছেন আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। খেলেছেন পিএসএল, বিগ ব্যাশ, সিপিএলের মতো নামকরা আসরে।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) চলছে আইপিএলের মেগা আসরের দ্বিতীয় দিনের নিলাম। নিলামের প্রথম দিনই উঠেছে বাংলাদেশের দুই সুপারস্টার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম। যেখানে সাকিবকে কোনো দল কেনার আগ্রহ না দেখালেও ২ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
এসএ/