Logo

হেলিকপ্টারে মিরপুরে এলো হীরাখচিত বিপিএল ট্রফি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৫
হেলিকপ্টারে মিরপুরে এলো হীরাখচিত বিপিএল ট্রফি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ট্রফি এসেছে ভিন্ন আঙ্গিকে। দুবাইয়ে বিশেষ নকশায় তৈরি ২৫ লাখ টাকা মূল্যের হীরাখচিত ট্রফিটি শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনা হয়। ফাইনাল ম্যাচ শুরুর আগে ট্রফির উন্মোচন অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হওয়ার আগে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ফাইনালের আগ পর্যন্ত ট্রফিটি জনসম্মুখে না আনা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বিকেল সাড়ে ৪টার দিকে লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে আনেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। পরে সেটি বিশেষ ট্রফি কেসে স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

এরপর রঙিন ফিতা উড়িয়ে ট্রফিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন অভিনেত্রী তানজিন তিশা। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে উঠবে এই বিশেষ ট্রফি।

এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা পাওয়া সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ফাইনাল ম্যাচের আগে ট্রফি উন্মোচনের এই ব্যতিক্রমী আয়োজন বিপিএলের আবহে বাড়তি রঙ ছড়িয়ে দিয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD