Logo

বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন কেইন উইলিয়ামসন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৫
বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন কেইন উইলিয়ামসন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান জানালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রসঙ্গে ভারসাম্যপূর্ণ ও সতর্ক মন্তব্য করেছেন অভিজ্ঞ এই কিউই ব্যাটার।

বিজ্ঞাপন

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উইলিয়ামসন বলেন, বাংলাদেশের অবস্থান সম্পর্কে তিনি বিস্তারিতভাবে অবগত নন। তবে তার মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সব দল ও খেলোয়াড়দের অংশগ্রহণই কাম্য।

উইলিয়ামসন বলেন, “এই পরিস্থিতির সব খুঁটিনাটি বিষয় আমি পুরোপুরি জানি না। সাধারণভাবে বলতে গেলে, বড় কোনো টুর্নামেন্ট বা বিশ্ব আসরে আপনি চাইবেন সব দল ও খেলোয়াড় অংশ নিক। তবে এখানে স্পষ্টতই কিছু বিষয় এখনো সমাধান বাকি আছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি পরিস্থিতিই আলাদা হয়ে থাকে এবং অনেক সময় তা দেশ ও বোর্ডগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভর করে। সে কারণে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করাকে তিনি কঠিন বলেই মনে করছেন।

সাবেক এই অধিনায়ক বলেন, “প্রতিটি পরিস্থিতি আলাদা—দেশগুলোর বা দলগুলোর মধ্যকার সম্পর্কের ওপর নির্ভর করে। সত্যি বলতে, বিষয়টি নিয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন, কারণ আমি পুরো চিত্রটা জানি না।”

বিজ্ঞাপন

তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী উইলিয়ামসন। সময়ের সঙ্গে সঙ্গে এই জটিলতার সমাধান বের হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তার ভাষায়, “এসব সমস্যার সমাধানের কোনো না কোনো পথ নিশ্চয়ই বের হবে। তবে এই বিষয়গুলো হয়তো আমাদের এখান থেকে আলোচনার চেয়েও অনেক বড়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এর সমাধান হবে।”

বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অবস্থান ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া যখন আলোচনার কেন্দ্রে, তখন উইলিয়ামসনের এই মন্তব্যকে দেখা হচ্ছে একটি সংযত ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD