আমিরাত সফর শেষ করে দেশের পথে পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমিরাত সফর শেষ করে দেশের পথে পররাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সফরসঙ্গীদের নিয়ে দুবাই থেকে ঢাকার পথে যাত্রা করেন তিনি।

এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দূতাবাস-কনস্যুলেট কর্মকর্তা, প্রবাসী কমিউনিটি নেতারা ছাড়াও আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দূতাবাস-কনস্যুলেট কর্মকর্তা, প্রবাসী কমিউনিটি নেতারা ছাড়াও আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জি আই/