যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ গেল ৪ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৩


যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ গেল ৪ জনের
ঘটনা স্থলের ছবি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী দুটি টর্নেডোর আঘাতে ৪ জন মারা গেছেন।


শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আরকানসাস রাজ্যের লিটল রক এলাকার কাছে শুক্রবার বিকেলে প্রথম টর্নেডোটি আঘাত হানে। এতে একজন অন্তত দুইজনের মৃত্যু হয়। দ্বিতীয় টর্নেডোটি লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায় আঘাত হানে। এতে দুই জনের মৃত্যু হয়।


এই ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। ঝড়ে শুক্রবার রাত পর্যন্ত ওই রাজ্যের ৮০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।


এর আগে গত ২৪ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২৬ জনের মৃত্যু হয়।